কুষ্টিয়া প্রতিনিধি: মেহেরপুরে পৃথক স্থানে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিকী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।এঘটনায় আরো ৪জন আহত হয়েছেন।
নিহত আবু বক্কর সিদ্দিকী মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে। আহতরা হলেন- একই উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আঙ্গুরা খাতুন (৩০) ও রাজাপুর গ্রামের মজিদুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম (২৫), রাধাকান্তপুর গ্রামের কৃষক আহসান আলী (৪০) ও রহমতুল্লাহ ।
আহত আঙ্গুরা ও কহিনুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বেলাল সুমন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে আকাশ থেকে বৃষ্টি পড়ছিল। এসময় কৃষক আবু বক্কর সিদ্দিকী স্থানীয় মাঠে ধান রোপন করছিলেন। বৃষ্টি চলাকালীন সময়ে আকস্মিক ভাবে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর ভাবে আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এছাড়াও একই সময়ে বজ্রপাতে ওই গ্রামের কৃষক আহসান আলী ও রহমতুল্লাহ আহত হয়েছেন।
অন্যদিকে বজ্রপাতে রাজাপুর গ্রামের কহিনুর ও গােপালপুর গ্রামের আঙ্গুরা আহত হয়েছেন। আহতরা
মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন
Discussion about this post