১২ ই জুন ২০২২ বিকেল চারটায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সভা কক্ষে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাথে হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃপক্ষের কিছু সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-05-at-12.10.45-PM-1-1160x618.jpeg)
প্রথমত: হোমিওপ্যাথিক চিকিৎসাকরা নামের পূর্বে ডাক্তার লিখতে পারবেননা মর্মে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃপক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে, সে ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে হোমিওপ্যাথির পক্ষে সমাধানের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে।
দ্বিতীয়ত: রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিও চিকিৎসকদেরকে প্রায় সময় ঔষধ প্রশাসনের পক্ষ থেকে ড্রাগ লাইসেন্স এর নামে বিভিন্নভাবে হয়রানি করা হয় এ বিষয়ে স্থায়ী সমাধান কল্পে ঔষধ প্রশাসন কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে যৌক্তিক সমাধানের পথ বের করতে অনুরোধ করা হয়েছে ।
তৃতীয়ত: হোমিওপ্যাথি চিকিৎসা আইন ২০১৯ বিষয়ে সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত হওয়া, এ ব্যাপারে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
চতুর্থত: হোমিওপ্যাথিক চিকিৎসকদের রেজিস্ট্রেশন প্রাপ্তি এবং নবায়নের নিয়ম আরো সহজীকরণ করার লক্ষ্যে পরিপূর্ণ অনলাইন পদ্ধতি অবলম্বন করার ব্যাপারে পরামর্শ দেয়া হয়েছে।
উত্থাপিত বিষয়গুলোকে আমলে নিয়ে বোর্ড চেয়ারম্যান ডা. দিলীপ রায় বলেন প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে যেন হোমিওপ্যাথিক ডাক্তারদেরকে কোন ধরনের হয়রানি ও অহেতুক ঝামেলার সম্মুখীন হতে না হয় সেজন্য অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর রেজিস্টার ডা. জাহাঙ্গীর আলম বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকদের যেকোনো ধরনের সমস্যা সরাসরি লিখিতভাবে বোর্ড বরাবর জানালে তা দিনে দিনেই সমাধানের ব্যবস্থা করা হবে।
![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-05-at-12.10.49-PM-1160x604.jpeg)
অনুষ্ঠানে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. শেখ ফারুক এলাহী, সভাপতি। অধ্যাপক ডাক্তার এ কে এম শহীদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি। ডা. নজরুল ইসলাম খান, সহ-সভাপতি। ডা. অঞ্জন কুমার দাস, মহাসচিব। ডা. হাবিবুর রহমান মার্শাল, যুগ্ম মহাসচিব। ডা. রফিকুল ইসলাম রাহাত, যুগ্ম মহাসচিব। ডা. শিহাব আহমেদ, কোষাধ্যক্ষ। ডা. সুকল্যাণ সরকার, সাংগঠনিক সম্পাদক। ডা. শংকর দাস, সাংগঠনিক সম্পাদক। ডা. এ কে এম আনোয়ার হোসেন পাটোয়ারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
এপি//দৈনিক দেশতথ্য//জুন ১২, ২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post