মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে করোনা রোগীদের জন্য উন্নতমানের চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০আগষ্ট) বিকেলে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ পিযুষ কুমার সাহার কাছে এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপির সার্বিক তত্ত্বাবধানে ও দিশা এনজিওর নির্বাহী পরিচালক রবিউল ইসলামের সহায়তায় এবং মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যার কামারুল আরেফিনের চেষ্টায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে ঢাকাস্থ মিরপুর উপজেলা সমিতি ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের এমডি বশির আহমেদ এর পক্ষ থেকে একটি করে মোট ২ টা হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করা হয়।
এছাড়া মানব কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান হিসেবে দিশা আবারো এগিয়ে এসেছে করোনা রোগীদের চিকিৎসা সহায়তা কার্যক্রমে। একই সময়ে দিশার পক্ষ থেকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি পেসেন্ট বেড ও ৩ টি মাল্টিপারপাস পেসেন্ট মনিটর প্রদান করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিন। এসময় তিনি বলেন, অত্র হাসপাতালে করোনা রোগীর বাড়তি চাপ এবং চিকিৎসা সরঞ্জামাদির অপ্রতুলতা থাকায় চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ঢাকাস্থ মিরপুর উপজেলা সমিতি ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের এমডি বশির আহমেদ এবং দিশা এনজিওর নির্বাহী পরিচালক রবিউল ইসলামের পক্ষ হতে প্রদানকৃত এই সরঞ্জামাদির ব্যবহার করোনা রোগীদের চিকিৎসা সেবাকে আরো বেগবান করবে বলে আমি মনে করি।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার মহাসচিব ও দিশা এনজিওর নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযুষ কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জোবাইয়া ফারজানা জেরিন ও মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ মামুনুর রশিদ মুক্ত, দিশা এনজিওর উপ-পরিচালক (অর্থ ও হিসাব) জাহিরুল ইসলাম, দিশা এনজিওর উপ-পরিচালক (পিএসটুইডি) আব্দুল ওয়ারেশ, দিশা এনজিওর সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মেহেদী হাসান, দিশা এনজিওর ব্যবস্থাপক মোতালেব হোসেন, দিশা এনজিওর সহকারী মেডিকেল অফিসার রবিউল ইসলাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম-সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, কাকিলাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুজ্জামান হিরা, ছাত্রলীগ নেতা আসলাম আরেফিন প্রমুখ।
উল্লেখ্যঃ করোনা মহামারীর শুরু থেকেই চিকিৎসকদের আবাসন ব্যবস্থা প্রদান, করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরন, হাসপাতালে চিকিৎসার সরঞ্জামাদি প্রদান, সার্ভিস স্টাফ যেমন আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ভাতাদি প্রদানসহ নানাবিধ সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে দিশা।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post