কুষ্টিয়া কেন্দ্রিয় ঈদগাহে এবারের ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৭-৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সম্প্রতি কুষ্টিয়া কেন্দ্রিয় ঈদগাহ নির্বাহী কমিটির সভায় এ সির্দ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে নব-নির্বাচিত ঈদগাহ কমিটির পরিচিতি পর্ব হয়। নব-নির্বাচিত কমিটি জেলা প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা জাজান। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া কেন্দ্রিয় ঈদগাহ নব-নির্বাচিত নির্বাহী কমিটির সহ-সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম, হাজী আব্দুল গনি, সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ারুল ইসলাম যুগ্ম সম্পাদক রেজাউল হক বাবর, অর্থ বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ মুকুল, দপ্তর সম্পাদক অধ্যাপক এনায়েত কবির, জেলা তথ্য অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক হেলালুজ্জামান, নির্বাহী সদস্য মতিয়ার রহমান, শাহ নেওয়াজ আনসারী, ইব্রাহিম খলিল। সভা শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয ঈদগাহের খতিব কুষ্টিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ আলহাজ মাওলানা আব্দুল হালীম শরীফ। সভায় কুষ্টিয়া কেন্দ্রিয় ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ঠিক করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৬,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post