নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ায় দিনমজুর, গরীব, অসহায় ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে রাষ্টীয় মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ভেড়ামারা ৪১০ মে:ও: কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে খাদ্রসামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেল কোম্পানির পরিচালক মো. সদরুল ইসলাম। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী এ. এম. খোরশেদুল আলমের একান্ত আন্তরিকতায় এই খাদ্যসামগ্রী মানবিক সহায়তা হিসেবে কর্মহীন হওয়া দিনমজুর, গরীর ও অসহায় দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের সময় সদরুল ইসলাম বলেন, “নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড”বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানি হিসেবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে বন্যাদূর্গত ও দূস্থদের মাঝে ত্রাণ বিতরণ, আর্থিক সহায়তা প্রদান, গরিব ও অসহায়দের মাঝে ভ্যান ও সেলাই মেশিন প্রদান, গৃহহীনদের গৃহ নির্মাণ সহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে। আমরা যেন সরকারের পাশাপাশি আগামীদিনে আরও মানুষের পাশে থেকে মানুষের কল্যানে কাজ করে যেতে পারি সেই কথা জানান তিনি।
খাদ্রসামগ্রী বিতরন অনুষ্ঠানে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর প্রধান প্রকৌশলী মো: মোশাররফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো: রবিউল ইসলাম, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারসহ নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেল কোম্পানি লিমিটেডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাষ্টীয় মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানি হিসেবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে বন্যাদূর্গত ও দূস্থদের মাঝে ত্রাণ বিতরণ, আর্থিক সহায়তা প্রদান, গরিব ও অসহায়দের মাঝে ভ্যান ও সেলাই মেশিন প্রদান, গৃহহীনদের গৃহ নির্মাণ সহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে। এর আগে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর আওতাধীন ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোকাবেলায় গরিব ও অসহায় জনগণের সাহায্যার্থে তিন পর্যায়ে মোট প্রায় ৫ হাজার বস্তা খাদ্যসামগ্রী বিতরণ, ৯ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার করোনা আক্রান্ত জনগণের চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার যন্ত্রপাতি প্রদান করে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেল কোম্পানি ।
প্রিন্ট করুন
Discussion about this post