আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : ৭১ এর মুক্তিযুদ্ধের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে আরো গ্রহনযোগ্য করে গড়ে তুলতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় “বীর মুক্তিযোদ্ধা উদ্যান” এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বাজারে এই বীর মুক্তিযোদ্ধা উদ্যানের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলার নিবার্হী কর্মকর্তা সাদি উর রহিম জাদিদ, বিশ্বম্ভরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান তাজ্জদ আলী খান, সাবেক উপজেলা কমান্ডার মোঃ আফতাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ধনপুর ইউপি চেয়ারম্যান মিলন মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলার জাপার সদস্য সচিব মো. আব্দুল কাদির, সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার ও সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া প্রমুখ।
পিআইও অফিস সূত্রে জানা যায়, সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ তাঁর টিআর কাবিখার বিশেষ বরাদ্দের ১০ লাখ টাকা ব্যয়ে ৩ মাসের ব্যবধানে ৭১ এর মহাণ মুক্তিযুদ্ধের স্মৃতিকে চির জাগরুক করে রাখতে ওই “বীর মুক্তিযোদ্ধা উদ্যান” এর কাজ সম্পন্ন করেন। হুইপ মিসবাহ এমপির অনুসারীরা বলেন,বিশ্বম্ভরপুর উপজেলাকে একটি দৃষ্টিনন্দন নান্দনিক উপজেলায় উন্নীত করতে এমপি সাহেব অক্লান্ত পরিশ্রম অব্যাহত রেখেছেন। এলক্ষ্যে উপজেলার কয়েকটি জনবহুল পয়েন্টে বিভিন্ন শৈল্পিক অবকাঠামোগত ভাস্কর্য্য স্থাপন করেছেন তিনি।বীর মুক্তিযোদ্ধা উদ্যান স্থাপন এমপি মিসবাহর ধারাবাহিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের একটি শৈল্পিক ও মুক্তিযুদ্ধের চেতনাগত নিদর্শন বলে জানান বীর মুক্তিযোদ্ধারা।
আর//দৈনিক দেশতথ্য//১৯ জুলাই/২০২২//

Discussion about this post