দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ‘সবুজ পৃথিবী’ নামে নবগঠিত সংগঠন বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপেজলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শহিদুজ্জামান চপল মোল্লা, এমপি সরওয়ার জাহান বাদশাহ্র পুত্র শাইখ আল শুভ্র, মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর, সংগঠনের সহ-সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আযম বিকো ও সাংগঠনিক সম্পাদক নাজমুস সাদাত খানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বৃক্ষরোপন কর্মসূচীর মধ্য দিয়ে বৃক্ষ প্রেমীদের এ সংগঠন ‘সবুজ পৃথিবী’র আত্মপ্রকাশ হয় গতকাল।

Discussion about this post