মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে ১১ নং আজগানা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের অভিযেক অনুষ্ঠান এবং প্রথম সভায় স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের অধিকাংশ নেতা অনুপস্থিত ছিল । বিভিন্ন অযুহাতে তাদের আমন্ত্রন বা দাওয়াত না দেওয়ায় ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত ও বিআরডিবির চেয়ারম্যান জহিরুল হক প্রমুখ।
আজ মঙ্গলবার (১৯ জুলাই) আজগানা ইউনিয়ন পরিষদ চত্তরে অভিষেক ও প্রথম সভায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, আজ মঙ্গলবার ছিল ১১ নং আজগানা ইউনিয়ন পরিষদের নবর্বিাচিত চেয়ারম্যান, নয় ওয়ার্ডের সাধারন মেম্বার এবং সংরক্ষিত আসনের তিনজন মহিলা মেম্বারদের অভিযেক এবং প্রথম সভা। নির্বাচন নিয়ে মতবিরোধ এবং নানা অযুহাতে নির্বাচিত আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের অধিকাংশ নেতাকে অনুষ্ঠানে আমন্ত্রন বা দাওয়াত দেয়নি বলে অভিযোগ করেছে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকী, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ মল্লিক, যুবলীগের সভাপতি বাদশা সিকদার, সাধারন সম্পাদক মীর লতিফ মাহমুদ, ছাত্রলীগের সভাপতি ছানোয়ার হোসেন, সাধারন সম্পাদক রাজিব, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্বাছ সিকদার ও সাধারন সম্পাদক আসলামসহ অধিকাংশ নেতা অনুপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ মল্লিক বলেন, সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকী অসুস্থ এবং আমি পারিবারিক জরুরী কাজে বাহিরে ছিলাম। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক মহোদয়ের ফোনে শেষের দিকে অনুষ্ঠানে এসেছিলাম। স্থানীয় অন্য নেতৃবৃন্দ নানা কারনে হয়তো কেন উপস্থিত হতে পারেনি।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার বলেন, অনুষ্ঠানে সহসভাপতি শামসুল আলম, হিকমত আলী, সাহাদত ও নইমসহ অনেকেই উপস্থিত ছিলেন। বিভিন্ন কারনে হয়তো অন্য নেতৃবৃন্দ উপস্থিত হতে পারেনি। অভিষেক ও প্রথম সভায় অনেক লোকের সমাগম হয়েছিল। অনুষ্ঠান ভাল হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post