মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে বঙ্গবন্ধুর মুর্যাল চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়াও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, আফতাব উদ্দিন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, চিথলয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির বিশ্বাস, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সেলাই মেশিন বিতরণ হয়|
আর//দৈনিক দেশতথ্য//৮ আগষ্ট-২০২২

Discussion about this post