জেলার ডিবি পুলিশ গতকাল শুক্রবার বিকেলে কাকিনা-মহিপুর-রংপুর সড়কের এসকেজে বাজারে একটি প্রাইভেটকার থামানোর চেষ্টা করে। প্রাইভেটকারটির চালক সেখানে না থেমে পালিয়ে যায়। ডিবি পুলিশ মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে প্রাইভেটকারে সামনে যায়। কারটি ডিবি পুলিশ কে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। সে সময় এসময় ওই কারের সাথে লেগে শিশুসহ ৩ জন পথচারী গুরুতর আহত হয়। একপর্যায়ে কারটি থামতে বাধ্য হয়।
কার থামার সাথেই প্রাইভেটকারের ভিতরে থাকা কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তখন উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাংচুর করে চালক সফিকুল ইসলাম শফিককে (৩২) আটক করে। এই সময় বস্তায় থাকা বিপুল পরিমাণ ফেন্সিডিল দূর্বৃত্তরা লুটপাট করে প্রাকাশ্য পান করতে থাকে। কেউ কেউ বোতল নিয়ে চলে যায়।
এরই মাঝে মাদক ব্যবসায়ীরা চালককে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ডিবি পুলিশ ঘটনা বেগতিক দেখে রংপুরের গঙ্গাচরা থানা ও লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশে সহায়তা চায়। দুই থানার পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে।
রংপুরের গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, এই থানার পুলিশ টিম সহায়তায় এগিয়ে গিয়েছিল। কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। কালীগঞ্জ থানার ওসি এ টি এম গোলাম রুসূল জানান, ডিবি পুলিশে মাদক সহ গাড়ি ও চালক কে আটকের পর ওখানে একটু ঝামেলা হয়েছিল।
প্রাইভেট কারটিতে ২৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রাত ৯ টায় গাড়ি ও মাদক জব্দ করে মামলা দায়ের করা হয়েছে। আটক চালককে জেলহাজতে পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। মাদকের বস্তা ছিনিয়ে নিয়ে পান করা বা লুটকরার বিষয়ে কোন অভিযোগ জানি না। তদন্ত করলে তখন প্রকৃত ঘটনা জানা যাবে।
উল্লেখ্য, কালীগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবিদের স্বর্গরাজ্যে পরিনিত হয়েছে। রাজনৈতিক প্রভাবশালী পরিবারের অনেকে এই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। শর্টকাট সম্পদ বানাতে তরুণ, কিশোর ও নারীরাও এ অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছে।
নতুন নতুন কৌশলে মাদক পাচার হচ্ছে। আটক হলে প্রভাবশালী আইনজীবী, রাজনৈতিক দলের নেতা, দালালরা মোটাদাগের অর্থের বিনিময়ে আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসা করছে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১৯,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post