শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত-রাত ৩.৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামনগরের কার্তিকের মোড় হতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন কপিলমুনির শ্যামনগরের শওকত শেখের পুত্র ও অপরজন রাজু শেখ গদাইপুরের আছাদুল শেখের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর দিবাগত রাত ৩.৪০মিনিটের দিকে উপজেলার শ্যামনগরের কার্তিকের মোড়স্থ জনৈক শাহিন সরদারের বসত বাড়ীর সামনের ইটের রাস্তার উপর থেকে আব্দুল্লাহ আল মামুনকে ২০গ্রাম ও রাজু শেখের কাছ থেকে ১০গ্রাম সহ সর্বমোট ৩০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দু’ যুবককে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে,যার নং-১০।
আর//দৈনিক দেশতথ্য//৯ সেপ্টেম্বর-২০২২
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post