গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনঅনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গাংনী পাইলট হাই স্কুল কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক প্রচার-প্রচারণা শেষে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ফজলুর রহমান ফজল জানান, নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২ /১ টি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়াই সকলের সহযোগিতায় প্রতিহিংসা নয় প্রতিযোগিতামূলক নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি।
চুড়ান্তভাবে ভোট গণনার পর বেসরকারী ফলাফলে গাংনী শহরের প্রানকেন্দ্রে অবস্থিত গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল মার্কেটের মালিক, গাংনী পৌরসভার ১ম পৌর মেয়র মরহুম আমিরুল ইসলামের সুযোগ্য সন্তান প্রকৌশলী মো. সালাউদ্দীন শাওন সভাপতি পদে বিজয় লাভ করেছেন।
তিনি তার নিকটতম প্রতিদ্বন্দী আপন ভগ্নিপতি ও গাংনী বাজারের সাবেক সভাপতি মাহবুবুুর রহমান স্বপন ও সাফিউল ইসলাম বাসারকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন। শাওন ভোট পেয়েছেন (চাকা মার্কা) ৪১১। অন্যদিকে সভাপতি পদে তার নিকটতম প্রতিদ্বন্দী স্বপন পেয়েছেন (আনারস মার্কা) ৩৫৪ ভোট ও বাসার পেয়েছেন (চেয়ার মার্কা) ১১৬।
অন্যদিকে সাধারন সম্পাদক পদে এবারের নতুন মুখ বাসস্ট্যান্ড বাজারের ফল ব্যবসায়ী রফিকুল ইসলাম (তালা মার্কা) ৪৭৭ ভোট পেয়ে সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাজারের সাবেক সেক্রেটারী বজলুর রহমান বুলু (ছাতা মার্কা) ৩৮০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নানা জল্পনা কল্পনার অবসান শেষে কে হবেন গাংনী বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি সেই হিসেব নিকেশ ভোটের মাধ্যমে আজ শেষ করেছেন ব্যবসায়ীরা।
নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, গাংনী বাজার কমিটির নির্বাচনে সর্বমোট ৯৪৪ জন ভোটার ছিলেন। গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের ভোটকেন্দ্রে সকাল ৯ টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন চলে। সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ায় ভোটকেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সেক্রেটারী এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী মোখলেছুর রহমান মুকুল, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন, গাংনী উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান।পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। নির্বাচন পরিচালনায় ২০ জন নির্বাচন কমিশনার সদস্য তাদের স্ব স্ব দায়িত্ব আন্তরিকভাবে পালন করেন।
আর//দৈনিক দেশতথ্য//৯ সেপ্টেম্বর-২০২২
প্রিন্ট করুন
Discussion about this post