পুষ্প এনজিও’র ৪২ কোটি টাকার লুটপাটের ঘটনা ধামাচাপা দিতে ভীর রাতে প্রকল্পের কাগজপত্র ঘষামাজা করেছে।
গতকাল বৃহস্পতিবার সারারাত জেগে জেলার আদিতমারী সমাজ সেবা দপ্তরের সরকারি নানা প্রকল্পের পুরনো ফাইলপত্র কর্মকর্তা কর্মচারিরা ঘষামাজা করে সংশোধনের খবর ফাঁস হয়েছে। এই খবর ফেসবুকে ছবিসহ জনৈক সাংবাদিক হেলাল কবির প্রকাশ করায় জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইউএনওর নেতৃত্বে তদন্ত টিম গঠন করার খবর পাওয়া গেছে।
পহেলা সেপ্টেম্বর দৈনিক জনকন্ঠ পত্রিকায় লালমনিরহাট জেলা সমাজ সেবার প্রকল্পের ৪২ কোটি টাকা পুষ্প এনজিওর মাধ্যমে খরচ দেখিয়ে হরিলুটের খবর প্রকাশ হয়েছে। এই খবর সারা দেশে তোলপাড়া তুলেছে। এদিকে দূর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারিরা দিনে অফিস শেষে বাড়ি চলে যায়। পওে গভীর রাতে পূর্ণরায় সরকারি দপ্তরে এসে সরকারি ফাইলপত্র ঘষামাজা ও সংশোধন করতে দেখা গেছে।
গত বৃহস্পতিবার ফেসবুকে জনৈক সাংবাদিক হেলাল কবির গভীর রাতে আদিতমারী উপজেলা সমাজ সেবা দপ্তরে গিয়ে ছবি তুলে ফেসবুকে প্রকাশ করে। এই খবওে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জিআর শরওয়ার এর নেতৃত্বে একটি তদন্ত টিম গঠিত হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।
জ্বালানি সাশ্রয়ে সরকার যখন বিদ্যূত বাঁচাতে সরকারি অফিসের সময় সুচি এগিয়ে নিয়েছে। ঠিক তখন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে রাত জেগে কেন, সমাজ সেবার কর্মকর্তা কর্মচারিরা অফিস করছে জনমনে জেলা জুড়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সমাজ কর্মী সামীম আহম্মেদ জানান, তাহলে কি? পুষ্প এনজিও’র ৪২ কোটি টাকার লুটপাটের ঘটনাটি ধামাচাপা দিতে জেলা সমাজ সেবার কর্মকর্তা কর্মচারিরা জেলা ও উপজেলা পর্যায়ের সকল দপ্তওে চোরের মত গভীর রাতে এসে পুরোন প্রকল্পের কাগজপত্র ঘষামাজা করে ঠিক করছে। কি এমন ঘটল সমাজ সেবার কর্মকর্তারা হঠাৎ এমন দায়িত্ববান হয়ে উঠল যে, সারা রাত জেগে কাজ করছে।
সমাজ সেবা দপ্তরের একটি নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছরে জেলায় মাঠ পর্যায়ে নানা প্রকল্প দেখিয়ে শতকোটি টাকা হরিলুট করা হয়েছে। বিশেষ করে করোনাকালীণ সময়ে সহায়তার নামে কোটি কোটি টাকা লুপপাট হয়েছে। যত্ন, স্বপ্ন, পুষ্প ইত্যাদ্দি নামে প্রকল্প কাগজে কলমে দেখিয়ে সরকারি টাকা করা হয়েছে লুটপাট।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জিআর শরওয়ার জানান, গভীর রাত পর্যন্ত আদিতমারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তাও দপ্তর খোলা রেখে দাপ্তরিক কাজ করার বিষয়টি ফেসবুকে দেখে উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে প্রশ্ন কওে খোঁজ খবর নিয়েছি। তিনি প্রাথমিক জিজ্ঞাসা স্বীকার করেছে কাজের চাপে কয়েকদিন ঘধওে সারারাত অফিসে থেকে ডাটাএ্যান্টির কাজ করতে হচ্ছে। রাতে ইন্টারনেট সচল থাকে ও নিরিবিলি পরিবেশ থাকে কাজ করতে সুবিধা হয়। সাংবাদিকরাও ইচ্ছে করছে তাঁকে সরাসরি গিয়ে প্রশ্ন করতে পারেন। কেন সরকারি দপ্ত রাতে খোলা রেখে কাজ করেছে। একটি তদন্ত টিম গঠন করা হয়েছে তারা তিন দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রির্পোট জানাবেন। বিষয়টি জেলা প্রশাসকে মাধ্যমে উর্ধ¦তণ কর্মকর্তাকে জানানো হয়েছে। দৈনিক জনকন্ঠে দূর্নীতির রির্পোট প্রকাশ ও দুর্নীতি সম্পর্কে কোন কথা বলেনি।
জেলার আদিমারী-কালীগঞ্জ উপজেলা মিলে লালমনিরহাট সংসদীয় আসন- দুই। এই আসনের এমপি নুরুজ্জামান আহম্মেদ বিগত ৫ বছর সমাজ কল্যাণমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বর্তমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করছে। যারা ফলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জেলায় বিশেষ করে তার নির্বাচনী সংসদীয় আসনে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে।
গৃহীত হয়েছে নানা উন্নয়ন প্রকল্প, সেবা মূলক প্রকল্প, মন্ত্রীর মায়ের নামে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একশত শষ্যার মা ও শিশু বিশেষায়িত হাসপাতাল নির্মাণ কাজ চলছে। এই সব প্রকল্পে মন্ত্রীর এক ব্যক্তিগত একান্ত সহকারী প্রতিটি প্রকল্প হতে মোটা দাগে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এমন কী মন্ত্রীর এক স্বজন ( রক্তের সর্ম্পক) সে মূলত ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করে ক্ষমতার দাপট দেখিয়ে ধরাকে সরাজ্ঞান করেছে। মন্ত্রীর এপিএস প্রবাসীর স্ত্রী আমেরিকার গ্রীণকার্ড হোল্ডার মহিলা দেশে বেড়াতে এলে আত্নীয়তার সূত্রে পরিচয় । সেই মহিলাকে ফুঁসলিয়ে ভাগিয়ে বিয়ে করে। সেই মহিলার মাধ্যমে শতকোটি টাকা আমেরিকার পাচার করে সেখানে সেকেন্ড হোম তৈরি করেছেন। কিনেছেন নামে বেনামে একাধিক দামী এ্যাপার্টমেন্ট। মন্ত্রীর সেই স্বজন একদাগে কয়েক একর জমি কিছুদিন আগে নামে বেনামে ক্রয়ের কথা সবার মুখে মুখে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৯,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post