রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের চালান দেখে ফেলায় ১৬ বছরের এক কিশোরকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছেন র্যাবের সদস্যরা।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন চাঁদপুর সদর উপজেলার মোস্তফা (৫৫) ও তার দুই ছেলে রনি (২০) ও আল আমিন (২৫) ।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২৪ আগস্ট সোনারগাঁয়ে পিরোজপুর এলাকায় কিশোর মো. তুহিনের মরদেহ উদ্ধার হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা মনির (৩৯) বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন।
তুহিন হত্যা মামলায় শুক্রবার (৯ সেপ্টেম্বর) চাঁদপুরের সদর থানাধীন রঘুনাথপুর ভাঙ্গাপুর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, তুহিন মিয়া ঝাউচর এলাকায় তার মামা নুরুল হুদার কাছে থেকে তার আসবাবপত্রের দোকানে কাজ করতো। একই এলাকায় পার্শ্ববর্তী হিরাঝিল হোটেলে রনি ও আল আমিন দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিলেন। তারা ২২ আগস্ট ফেনসিডিলের কার্টন হোটেলের পাশের কক্ষে নিয়ে যাওয়ার সময় তুহিন দেখে ফেলে এবং তা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবে বলে জানায়। তারা তুহিনকে (১৬) এলোপাতাড়ি মারধর করেন এবং মাদকের বিষয়ে কাউকে কিছু বললে হত্যার হুমকি দেন।
২৩ আগস্ট তুহিন রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যায়। পরদিন ২৪ আগস্ট দোকান খোলার পর তুহিনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনার পর অভিযুক্তরা তাদের হোটেল বন্ধ করে পালিয়ে যান।
আর//দৈনিক দেশতত্য//১০ সেপ্টেম্বর-২০২২
প্রিন্ট করুন
Discussion about this post