দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ২১ আগষ্ট গ্রেনেড হামলা স্মরণে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দৌলতপুর উপজেলা পররিষদ মিলনায়তনে দৌলতপুর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. সওয়ার জাহান বাদশাহ্র সভাপতিত্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরনে আলোচনা বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, এ্যাড. রফিকুল ইসলাম লালন, মো. নাসির উদ্দিন আহমেদ, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, সাবেক ছাত্রলীগ সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক ও দৌলতপুর যুবলীগের নেতা ওয়াসিম কবিরাজসহ দৌলতপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠের নেতৃবৃন্দ। এসময় দৌলতপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ দৌলতপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা মঞ্চে উপস্থিত ছিলেন, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম শেলি দেওয়ান ও সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক টিপু নেওয়াজ। আলোচনা সভা শেষে বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে ভয়াবহ গ্রেনেট হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪জন আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মী নিহত হ’ন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post