দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। সভায় আগামী ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর-২০২১ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রুমানা ইসলাম, দৌলতপুর সমাজ সেবা কর্মকর্তা মো. আতাউর রহমান ও শিক্ষক মজিবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ। মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post