জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় দলীয় মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানকে নির্বাচিত করার জন্য ভোটারদের আহবান করা হয়।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, হাসানুর আসকার হাসু,উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী,সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ উদ্দিন রিমন, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুনসহ জেলা,উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সরওয়ার জাহান বাদশাহ এমপি বলেন, দলীয় মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানকে জয়লাভ করা উদ্দেশ্যে এই সভা। বিজয় সুনিশ্চিত তারপরও বিপুল ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে লড়বেন জেলা আ’লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি গোলাম মহাসিন।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০২,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post