
খুলনায় রূপসা নদীতে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মাহাতাবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে তার মরদেহ রূপসা রেলসেতুর পশ্চিমপাড় থেকে উদ্ধার করা হয়। মাহাতাব উদ্দিন খালিশপুর থানা এলাকার শাকিলের ছেলে।
কেএমপি সদর নৌ থানার এসআই ইলিয়াস মাতবর বলেন, মাহাতাবকে উদ্ধারের জন্য সকালে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরী সদস্যরা অভিযানে নামে। সকাল সাড়ে ১০ টার দিকে মাহাতাবের মরদেহ নগরীর লবনচরা থানাধীন রূপসা রেলসেতুর পশ্চিম তীরে ভেসে উঠলে লাশটি তাদের জিম্মায় নিয়ে নেয়।
তিনি আরও বলেন, রাতের দিকে নদীতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তারা নির্দেশ অমান্য করে এটি চালিয়েছে। নৌ দুর্ঘটনা ঘটিয়ে বাল্কহেড সেতুর পাশে রেখে পালিয়ে যায়। ঘটনার দিন রাতে ইঞ্জিন চালিত ট্রলার যোগে নিহত মাহাতাবসহ ৭ জন ফরেস্ট বিভাগের কিছু মালামাল নিয়ে হিরণ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রা শুরু করার কিছুক্ষণ পর বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রলারটি ভেঙ্গে নদীতে ডুবে যায়। ঘটনার পর ৬ জন সাতার কেটে তীরে আসলেও মাহাতাব ফিরে আসতে পরেনি।
সর্বশেষ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তার মরদেহ রূপসা রেলসেতুর পশ্চিমপাড় থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//

Discussion about this post