চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। চট্টগ্রামে এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মৃত শিশুর নাম বর্ণ চৌধুরী (১১)। সে নগরীর সদরঘাট থানাধীন মুসা ভবনের বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেসরকারি হাসপাতালে ২১ এবং সরকারি হাসপাতালে ৩১ জন চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর মোট তিন হাজার ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শুধু অক্টোবর মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বর মাসের গত পাঁচ দিনে ৩০১ জন আক্রান্ত হয়েছেন।
সুজন বড়ুয়া বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে দুই হাজার ২৬০ জন নগরীর এবং ৮০৫ জন জেলার বাসিন্দা। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৫৪৮ জন, নারী ৭৮৬ জন ও শিশু ৭৪১ জন।’
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে এক হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। ডেঙ্গুতে মারা যাওয়া ১৮ জনের মধ্যে চার জন পুরুষ, সাত জন নারী ও সাত জন শিশু।
বা// দৈনিক দেশতথ্য// ০৭, নভেম্বর ২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post