গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে পালন করা হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সোমবার (৭ নভেম্বর) সকালে গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় বিএনপির কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল।
এসময় গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক চপল বিশ্বাসসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৭,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post