উপকূলের কথা তোমরা কি শুনতে পাও না” প্রতিপাদ্য বিষয়কে নিয়ে ও জলবায়ু সম্মেলনকে সামনে রেখে শ্যামনগরে আলোচান সভা ও মানববন্ধন হয়েছে। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে শনিবার (১২নভেম্বর) সকাল ১০ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপকূলীয় প্রেসক্লাবের আয়োজনে পরিবেশ উন্নয়ন ক্লাব, সিডিও ,সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও গবেষনা প্রতিষ্টান বারসিকের সহযোগিতায় র্যালি, মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মিশরের আল শেখে পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন (পড়ঢ়২৭) অনুষ্ঠিত হতে যাচ্ছে । এবারের জলবায়ু সম্মেলন নিয়ে আগ্রহ বিরাজ করছে পৃথিবীর সর্ব স্তরের মানুষের মধ্যে।
আলোচনা সভায় বারসিকের সহযোগী কর্মসূচী কর্মকর্তা রুবিনা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ। শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজক্লাবের সাবেক সভাপতি মারুফ হোসেন মিলন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সহ স্বেচ্চাসেবক বৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও কর্মীবৃন্দ ও এলাকাবাসী।
বক্তারা আরো বলেন, উপকূলের মানুষের অধিকার ও নায্যতার দাবী তুলে ধরতে উপকূল দিবস কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক। এর আগে দিবস উপলক্ষে একটি র্যালি নীলডুমুর বাজার ঘুরে এসে বনবিভাগ অফিসের পাশে নদীর পাড়ে মানববন্ধন করে। আলোচনা সভা শেষে উপকূল বিষয়ে সচেতনতা তৈরীতে জারী গান অনুষ্ঠিত হয়।
উপকূল দিবসে স্থানীয় জনগোষ্টির দাবীসমূহ: ১. ১২নভেম্বরকে উপকূল দিবস ঘোষনা করতে হবে ২.টেকসই ভেড়ীবাধ তৈরী করতে হবে সেই সাথে বাঁধ তৈরীতে স্থানীয়দের মতামত নিতে হবে ৩. জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর নিকট থেকে জলবায়ু ক্ষতিপূরণ আদায় ও কম কার্বন নির্ভর জীবনযাপনে বাধ্য করা ৪.নদী ভাঙন রোধে নদীর গভীরতা বাড়াতে হবে ৫. উপকূলের উন্নয়নে আলাদা বোর্ড গঠন করতে হবে।
বা//দৈনিক দেশতথ্য// ১৩ নভেম্বর
প্রিন্ট করুন
Discussion about this post