কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর থেকে এক অজ্ঞাত যুবতীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। শনিবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবতীর বয়স আনুমানিক ১৭ থেকে ২০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো ট্রেনেকেটে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ি রেললাইনে কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
আনুমানিক ১৭ থেকে ২০ বছর বয়সী ওই মরদেহের শরীরে একাধিক স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের ট্রেনেকাটা পড়ে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
এদিকে রেললাইনে মরদেহটি পড়ে থাকার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা ওই এলাকায় ভিড় জমান।
স্থানীয় এলাকার বাসিন্দা আশিক বলেন, ‘ স্থানীয়রা রেললাইনের কিনারা দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় লাশ দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। সাড়ে ৮ টার দিকে টুঙ্গিপাড়া এএক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া থেকে রাজবাড়ির দিকে গেছে। হয়তো ওই ট্রেনে কেটেই এঘটনা ঘটতে পারে।’
কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, ‘ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছেছে মরদেহটি উদ্ধার করেছে। যেহেতু ঘটনাটি রেললাইনে, সুতরাং আইনী কার্যক্রম রেলওয়ে পুলিশ করবেন।’
তিনি আরো বলেন, নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।’
পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, ‘ খবর পেয়েছি। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। পরে বিস্তারিত বলা যাবে।’
বা//দৈনিক দেশতথ্য// ১৩ নভেম্বর
প্রিন্ট করুন
Discussion about this post