নিজস্ব প্রতিবেদক : জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহীমের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় সেবা সপ্তাহ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে এ অনুষ্ঠান হয়। টেলিকনফারেন্সে মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান মন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডাঃ এসএ মালেক, টেলিকনফারেন্সে মাধ্যমে যুক্তরাষ্ট থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিন। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান কাল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন। বক্তব্য রাখেন অত্র হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ লাল মহম্মদ, মেডিকেল অফিসার ডাঃ হেলাল উদ্দিন, ডাঃ ফারহানা আফরোজ প্রিয়া।
উদ্বোধনী বক্তব্যে ডাঃ এসএ মালেক বলেন, জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ ইব্রাহীম ছিলেন একজন প্রকৃত সমাজ সেবক ও মহান ব্যক্তিত্ব। তিনি স্মরণীয় থাকার মতো সমাজসেবক ছিলেন। এই ক্ষণজন্মা মানুষের রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো আমাদেরকে করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডা.মোহাম্মদ ইব্রাহিম তার জীবন উৎসর্গ করেছিলেন মানুষের সেবায়। তার আদর্শ ও লক্ষ্য ছিল- কোনো ডায়াবেটিক রোগী দরিদ্র হলেও বিনা চিকিৎসায়, অনাহারে, বেকার অবস্থায় মারা যাবে না। তিনি চিকিৎসা জগতে বাংলাদেশের গর্ব। বাংলাদেশের ডায়বেটিক রোগীরা তার অবদানের জন্য ডাঃ ইব্রাহীমকে আজীবন স্মরণ করবে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে বদ্ধ পরিকর, আর উন্নত রাষ্ট্রে পৌছাতে হলে শরীর সুস্থ রাখার বিকল্প নেই। তিনি বলেন, ‘শৃঙ্খলাই জীবন’ এই মূলমন্ত্র হৃদয়ে ধারণ কওে ডাঃমোহাম্মদ ইব্রাহিম প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। তিনি আরো বলেন, কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিকসহ অনান্য চিকিৎসা সেবা পৌছে দিতে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি জেলার দৌলতপুর উপজেলায় কল্যানপুরে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এজন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানান। তিনি বলেন, হাসপাতাল নির্মানে যেই চক্রটি বাধা প্রদান করছে তাদের ছাড় দেওয়া হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি এ্যাড.নজরুল ইসলাম, আব্দুল মোমেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মরহুম ডাঃ ইব্রাহিম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আফম নুরুল কাদের। উল্লেখ, প্রতি বছর ৬ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী পালিত হয়। ১৯৮৯ সালের এ দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।
প্রিন্ট করুন
Discussion about this post