মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পৌর মিলনায়তনে পৌর মেয়র হাজী মোঃ এনামুল হক ১২ কোটি ৪৩ লক্ষ ৫৯ হাজার ৪শ’ ৮৫ টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ০৮ লক্ষ ৩০ হাজার টাকা। প্রারম্ভিক উদ্বৃত্ত ৫৪ লক্ষ ২৫ হাজার ৭শ’ ২২ টাকা। বাজেটে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৪৩ লক্ষ ৩০ হাজার টাকা। বাজেটে ট্যাক্স, রেইট, ফিস ও অন্যান্য রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার ৭শ’ ৬৩ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ৩শ’ ৭ টাকা। এছাড়াও পৌরসভার জলাবদ্ধতা, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের পূনর্বাসন, দুঃস্থ/গরীবদের চিকিৎসা, মশক নিধন, খেলাধুলা, বনায়ন ও দূর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। বাজেট অনুষ্ঠানে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলম আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আপান মন্ডল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর নাজিম উদ্দিন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল গণি প্যারিন, সংরক্ষিত মহিলা আসনের শাহানাজ বেগম, হালিমা খাতুন, লাকি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post