মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বড়ছড়া শুল্কস্টেশন সংলগ্ন টেকেরঘাট সীমান্তে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রায় ১০লাখ টাকা মূল্যের ৩৫ মেঃটন কয়লা পাচাঁর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনে মতো গতকাল বুধবার (৪ জানুয়ারী) রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারী) ভোর পর্যন্ত জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্কষ্টেশন সংলগ্ন টেকেরঘাট পুলিশ ক্যাম্পের পিছনে অবস্থিত পাহাড়ীছড়া ও কবরস্থানের এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে চোরাকারবারী শফিকুল সর্দার ১৩২ বস্তা, ইউনুছ মিয়া ৬২বস্তা, তামিম মিয়া ৪০ বস্তা, বদরুজ্জামান ৬০বস্তা, লিটন মিয়া ৩০বস্তা, আশিকনুর ৫০বস্তা, সিদ্দিক আলী ৭০বস্তাসহ আরো কয়েকজন অজ্ঞাত চোরাকারবারীগং ৫১২বস্তা কয়লা (অনুমান ৩৫ মেঃটন) পাচাঁর করে। পরে পাচাঁরকৃত অবৈধ কয়লা ঠেলাগাড়ি বোঝাই করে বিজিবি ক্যাম্প সংলগ্ন নিলাদ্রী লেকের পাশে অবস্থিত অসিউর রহমান, আব্দুল্লাহ ও মজিবুর মিয়ার ডিপোতে নিয়ে মজুত করে।
অন্যদিকে বালিয়াঘাট সীমান্তের সোর্স ইয়াবা কালাম ও জিয়াউর রহমান জিয়ার পাচাঁরকৃত কয়লা ভারত সীমান্ত সংলগ্ন তাদের চোরাকারবারীগংদের তৈরি করা ১০-১২টি চোরাই কয়লার গুহার ভিতরে মজুত করে রেখেছে। এব্যাপারে পদক্ষেপ নিলে প্রায় ২শ মেঃটন অবৈধ চোরাই কয়লা উদ্ধার করা সম্ভব হবে বলে জানা গেছে।
এব্যাপারে টেকেরঘাট কোম্পানীর বিজিবি ক্যাম্পের হাবিলদার শামসুল বলেন- কোম্পানী কমান্ডার ইয়াহিয়া খান সাহেব বাহিরে গেছেন, বর্তমানে আমি দায়িত্বে আছি, ইসাক মিয়া আমাদের সোর্স কিন্তু সে কয়লা পাচাঁরের সাথে জড়িত থেকে আমাদের নামে চাঁদা নেয় কিনা এব্যাপারে খোঁজ নিয়ে দেখব।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post