গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার গণসংযোগ করেছেন।
আজ মঙ্গলবার মেয়র প্রার্থী আব্দুল খালেক হাওলাদার পৌরসভার পশ্চিমপাড়, বাগান উত্তর পাড়, সিকিরবাজার, বলুহার, হেলাল মার্কেট, রতাল, বান্দল, কয়খা, ফেরধরা, ঘাঘর কান্দাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় সাবেক কাউন্সিলর মোস্তফা গাজী, সাবেক ইউপি সদস্য মান্নান হাওলাদার, মোঃ হাসান গাজী, বেলায়েত হোসেন গাজী, সমাজসেবক নিখিল কুমার কর, ডা. নিরাঞ্জন মন্ডল, শেরজন হাওলাদার, মোঃ আজিজুল শেখ, ছাত্রলীগ নেতা জিএম রনি, এইচ এম শফিকুল ইসলাম সবুজ, সাদেক গাজীসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।
মেয়র প্রার্থী আব্দুল খালেক হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। কোটালীপাড়া পৌরসভা হওয়ার আগে আমি বিলুপ্ত ঘাঘর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম।
বর্তমানে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, এই পৌরসভাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকায় অবস্থিত। এখানে তিঁনি যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে মিলে তার নির্বাচন করবো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, এ পৌরসভায় দলীয় মনোনয়নের জন্য সম্ভব্য ১৬ জন প্রার্থী আমাদের কাছে তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আমরা সেটি কেন্দ্রে পাঠিয়েছি। কেন্দ্র যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন।
উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post