জে.এম রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ প্রতিনিধি:
অমর একুশে বই মেলায় শিশু সাহিত্যিক, লেখক ও ছড়াকার আহমাদ স্বাধীন এর নতুন চারটি বই বের হয়েছে।
এরই মধ্যে বইগুলো দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন লেখক আহমাদ স্বাধীন। রাতুল গ্রন্থ প্রকাশনা থেকে ছোটদের পরি ও নীল বাক্স বইটি পাওয়া যাচ্ছে ৫০০নং স্টলে। বিজ্ঞানের রহস্যময় ইতিহাস বইটি প্রিয় বাংলা প্রকাশনী থেকে ৫৯৭স্টলে পাওয়া যাচ্ছে, অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে তার নরবলি বইটি পাওয়া যাবে ১৬৯নং স্টলে, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন বইটি প্রকাশিত হয়েছে প্রতিভা প্রকাশনী থেকে, পাওয়া যাবে ৬০০নং স্টলে।
এরই মধ্যে আহমাদ স্বাধীন এর সাথে যোগাযোগ করে জানা যায়, বইগুলো প্রকাশ হওয়ার আগে থেকেই পাঠকের চাহিদা ছিলো, এর আগেও তার মৃত্যুর খুব কাছে, নরখাদকের ডাইরী, মেঘের দেশের রাজকন্যা পাঠক মহলে সাড়া ফেলেছে।
প্রতিদিনই বই কেনার জন্য বিভিন্ন জেলা থেকে ফোন করছেন, স্টল নং জানতে চাইছেন বলে লেখক জানান। তিনি আরও বলেন বই হচ্ছে মানুষের মেধা তৈরির প্রথম শিক্ষা, তাই বেশি বেশি বই পড়ুন, সবাই বই মেলায় আসুন, নিজের সন্তানদেরকেও বই মেলায় নিয়ে আসুন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post