দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা কর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার প্রতিটি ইউনিয়নে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং পুলিশি বাঁধায় ১৩ নেতাকর্মী আটক করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়ার প্রতিটি ইউনিয়নে এ পদযাত্রা হয়েছে।
আটককৃত ব্যাক্তিরা হলেন, কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার নিশাত ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য মো হৃদয় হাসান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার- মথুরাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সুরাত আলী সেন্টু, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের পদযাত্রা থেকে বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহাবুল আলম হারসেন ও সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক বাবু ছাড়া অন্য নেতাকর্মীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন,কোনো কারণ ছাড়াই তাদের ধরে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ ১১জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১১ ফেব্রুয়ারী ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post