কুষ্টিয়ার গড়াই নদীর পাড় থেকে রাসেল ভাইপার সাপের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ কুষ্টিয়া ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সদস্যরা ।
শনিবার বিকেলে শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদী পাড়ে রাসেল ভাইপার এর বাচ্চাটিকে দেখতে পাই স্থানীয়রা।
পরে এএস আই মো: আসরাফুজ্জামান নামে এক পুলিশ সদস্য বন বিভাগ কুষ্টিয়া ও বিবিসিএফ টিম কে খবর দেয়। পরে বিকেল ৪ টার দিকে বন বিভাগ কুষ্টিয়া ও বিবিসিএফ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে।অপরদিকে রাসেল ভাইপার সাপের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
উদ্ধার অভিযানে বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, সদস্য মো: হাবিবুর রহমান, রাব্বু খান,বন বিভাগ কুষ্টিয়ার বন প্রহরী সদর জুয়েল আহমেদ, বাগান মালি আখিরুজ্জামান ও লিটন উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে জেলার বন কর্মকর্তা বলেন, ট্রিপল নাইন এর মাধ্যমে আমরা জানতে পারি শহরের মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদীর পাড়ে রাসেল ভাইপার সাপের বাচ্চা পাওয়া গিয়েছে এমন খবর ভিত্তিতে আমাদের টিম সেখানে যায় এবং রাসেল ভাইপার এর বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। এর আগে গত বছর গড়াই নদীতে জেলেদের জালে তিন দফায় তিনটি রাসেল ভাইপার সাপের দেখা মিলেছিল।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১১ ফেব্রুয়ারী ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post