গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন করা হয়েছে।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে এই সেবা প্রদান করা হয়।
সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফিকুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তাদের নিজস্ব ক্লিনিকে এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা সেবা শিবির অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম , এনজিও আশা’র আর এম ইউনুচ আলী সহ চক্ষু চিকিৎসক গন।
সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্নয় করে রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়। প্রতিদিন নামমাত্র ২০ টাকা ফি’র মাধ্যমে সাধারন রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করাতে পারবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post