রাতভর লালমনিরহাটে বিএনপির দূর্বৃত্তরা আওয়ামীলীগের নেতা কর্মীদের বাড়িতে হামলা লুটপাট ও ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে বলে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে রাতভর বিএনপির একদল মানুষ জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নে আওয়ামীলীগের নেতা কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তারা স্থানীয় আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা করে নগদ অর্থ, গবাদিপশু লুটপাট করেছে।
তারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য তামিদুল হক বিপ্লবের (৪৯) ওপর হামলা করেছে। এসব ঘটনায় থানায় ৪টি অভিযোগ দায়ের হয়েছে। হামলায় জড়িত সন্দেহে আজিজুল (৩০) ও গোলজার(২৯) কে ভোর রাতে আটক করে থানায় নিয়ে আসে।
থানায় দায়ের করা অভিযোগ ও আওয়ামী লীগ নেতাদের সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ছিল সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে। একই সময় বিএনপির পদযাত্রা ছিল মহেন্দ্রনগরের বুড়ির বাজারে। দুইটি রাজনৈতিক কর্মসূচির দুরত্ব প্রায় দেড় কিঃমিঃ দুরে। তবে বিএনপির মূল অনুষ্ঠান ছিল বড়বাড়ি ইউনিয়নে।
এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে পরিকল্পিত ভাবে বিএনপির লোকেরা সন্ধ্যার পর আওয়ামীলী নেতা কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান পাটের গোডাউনে হামলা আগুনসহ ১৪টি দোকানে অগ্নিসংযোগ করে।
মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও ২০১৬ সালে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল কাশেমের বাড়িতে হামলা চালায় ও লুটপাট করে। স্থানীয় আওয়ামীলীগ নেতা রাকিবের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার ও দুইট গরু বাচুর সহ লুট করে নিয়ে যায়। মহেন্দ্রনগরের বুড়িরবাজারে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোলাম মোস্তাফার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেয়। এতে কোটি টাকার পাট পুড়ে যায়। তারা বেছে বেছে স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মী ও সর্মথকদের ১৪ টি দোকানে হামলা লুটপাট করে অগ্নিসংযোগ করে। রাতে অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শনে মহেন্দ্রনগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য তাহমিদুল হক বিপ্লব গেলে তারা হামলা চালিয়ে মাথা ফাঁটায়। মাথায় তাঁকে ১৮টি সেলাই দিতে হয়েছে।
এদিকে এই ঘটনায় বুড়িবাজারের স্থানীয় ব্যবসায়িরা আজ রবিবার সকাল হতে বিকাল পর্যন্ত মহেন্দ্রনগর – লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে দূর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে। এই মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় চিকিৎসক মোঃ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন বুড়িবাজার সম্মিলিত ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম, ব্যবসায়ী বাবু মিয়া, লিখন, হাবিবুর, যষারত চন্দ্র প্রমুখ।
এর আগে রাতে অগ্নিসংযোগের পরপর ব্যবসায়ীরা মহেন্দ্রনড়র মহাসড়ক অবরোধ করেছিল। পরে জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বিচারের প্রতিশ্রুতি দিয়ে গভীর রাতে অবরোধ প্রত্যাহার হয়।
লালমনিরহাট সদও থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম জানান, এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। ভুক্তভুগী পরিবার গুলো একাধিক মামলা দায়ের করেছে। মাঠ পুলিশকে নিরাপত্তা বিধানে মোতায়েন করা হয়েছে। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান জানান, এই হামলার ঘটনাটি সুপরিকল্পিতি বিএনপির চক্রান্তের ফসল। যে বিএনপি অফিস ভাংচুরের কথা বলে খুঁজে খুঁজে আওয়ামীলীগ নেতা ও ব্যবসা এবং বাড়িতে হামলা করা হলে। সেই বিএনপি অফিস দিনের আলোয় দেখা যাচ্ছে সম্পূর্ণ অক্ষত। সেখানে কোন হামলার ঘটনা ঘটেনি।
দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুল দাবি করেছে, আওয়ামীলীগের দূর্বৃত্তরা তাদের পদযাত্রা রাজনৈতিক কর্মসূচি বানচাল করতে বিএনপির মহেন্দ্রনগর ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের বাড়িতে হামলা করেছে। তাদের কর্মীদের মোটরসাইকেল ভেঙ্গেছে।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১২,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post