সভাপতি সীমা ॥ সাধারণ সম্পাদক টপি
কুষ্টিয়া উইমেন্স্ ক্লাব নামে নারীদের একটি সংগঠন এর আত্মপ্রকাশ হয়েছে। গত শনিবার রাতে কুষ্টিয়া শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সত্যখবর পত্রিকার নির্বাহী সম্পাদক টপি বিশ্বাস।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা লীগের সভাপতি জেব উন নিসা সবুজ, কুষ্টিয়া পাবলিক স্কুলের চেয়ারম্যান ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ড. আমানুর রহমান আমান, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আকলিমা আক্তার ইরা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শিলা বসু, কুষ্টিয়া আবৃতি পরিষদের সভাপতি আলম আরা জুই, সৃজন প্রোপাইটিজ লিঃ এর চেয়ারম্যান ইকবাল হোসেন খোকন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক প্রতিজ্ঞার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সত্যখবর পত্রিকার নির্বাহী সম্পাদক টপি বিশ্বাস।
২১ সদস্য বিশিষ্ঠ কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি আসমা সুলতানা সোনালী, সহ-সভাপতি ড: সারিয়া সুলতানা, সহ-সভাপতি মোছাঃ সাথী খাতুন, সহ-সভাপতি দিলশাদ বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদা হেলাল তুলি, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিলা পারভীন দোলা, সাংগঠনিক সম্পাদক মেঘ আলো, সহ-সাংগঠনিক সম্পাদক সালমা পারভীন, অর্থ বিষয়ক সম্পাদক তাকিয়া সুলতানা, দপ্তর সম্পাদক কাজী মুনজেরিন হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদা রিতা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সম্পা আক্তার, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক সোহেলী পারভীন বাবলী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোছাঃ তারিন সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক সোহেলা আখতার, এবং নিলু আক্তার, জেসমিন আক্তার দীপা, মাসুমা আক্তার ও লাইলী খাতুন কে এই কমিটির নির্বাহী সদস্য করা হয়।
কমিটিতে উপদেষ্টা মন্ডলীর সভাপতি সাবেক সংসদ সদস্য সুলতানা তরুন, প্রধান উপদেষ্টা মুক্তি ও নারী শিশু উন্নয়ন সংস্থার বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা রুমী, প্রধান পৃষ্ঠপোষক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক চামেলী জামান, উপদেষ্টা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব উন নিসা সবুজ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শিলা বসু, কুষ্টিয়া আবৃতি পরিষদের সভাপতি আলম আরা জুই, ডাঃ লিজা ডাঃ রতন ম্যাটস এর চেয়ারম্যান ডাঃ আসমা জাহান লিজা, বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ নিগার সুলতানা লিজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সাবেক ডীন ড. নুরুন্নাহার বেগম,ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডীন ড. রেবা মন্ডল, এ্যাড. মুনজুরী বেগম,বিশিষ্ঠ সমাজসেবক সাবিনা জাফর, মৌবনের ব্যবস্থাপনা পরিচালক সাফিনা আনজুম জনি।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১২,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post