গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ২ কোটি বাগদা চিংড়ির রেনুসহ ২ টি মাছধরা ট্রলার আটক করেছে নিজামপুর কোষ্টগার্ড।
সোমবার গভীর রাতে রাবনাবাদ নদী মোহনা থেকে এসব রেনু জব্দ করা হয়। তবে এসময় কোন জেলেকে আটক করতে পারেনি কোষ্টগার্ড। পরে আজ মঙ্গলবার বেলা এগরোটায় উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কামান্ডার এম রাজিউল হাসান জানান, বাগদা চিংড়ির এসব রেনু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে উত্তরাঞ্চলে পাচার করতে চেয়েছিলো একটি চক্র। অসাধু জেলেদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post