মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা: শ্যামনগরে ১৪ ই ফেব্রুয়ারী সুন্দরবন দিবস উপলক্ষে যুব সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় সিডিও আঞ্চলিক কার্যালয়ে যুব সংলাপ অনুষ্ঠিত হয়।
সিডিও ইয়ুথ টিমের আয়োজনে সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান এরসঞ্চালনায় এবং সিডিও ইয়ুথ টিমের আহবায়ক ফজলুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুস সবুর বাবলু,সিডিও ইয়ুথ টিমের সদস্য সচিব আনিছুর রহমান, যুগ্ন আহবায়ক গোলাম রাব্বানী, সদস্য হাফিজুর রহমান, সদস্য জগবন্ধু কয়াল, সদস্য আনিসুর রহমান মিলন,সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি আআব্দুল্লাহ আল মামুন ভুরুলিয়া ইউনিটের সভাপতি সাইফুল্লাহ,ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি রাশিদুল ইসলাম, ভুরুলিয়া ইউনিটের সাধারণ সম্পাদক রাজু হোসেন রাজা, ঈশ্বরীপুর ইউনিটের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ভুরুলিয়া ইউনিটের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
সংলাপে যুবরা বলেন,সুন্দরবন, প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post