ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভি ক্যামেরার আওতায় এসেছে পটুয়াখালী শহর। শহরকে কঠোর নজরদারিতে আনতে ও শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পটুয়াখালী পৌরসভার সহায়তায় অর্ধশত সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ ।
তথ্য-প্রযুক্তির অগ্রগতিতে নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করণ এ উদ্যোগের প্রসংশা করছেন অনেকেই,
শহরের বিভিন্ন পয়েন্টে এবং রাস্তার মোড়ে মোড়ে যেমন খেয়াঘাট, লঞ্চঘাট, বাস স্টান্ড, ঝাউতলা, লেকরোড সহ সব জায়গায় রয়েছে ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভি ক্যামেরা এর মধ্যে অনেক দিক দিয়েই সুফল ভোগ করছেন পৌরবাসী, কারো কিছু হারালে বা কোনো ছিনতাই মারামারি এসকল ব্যাপারে থানার জিডি করলে থানা থেকে এসে তাদের কাছ থেকে ভিডিও ফুটেজ নিয়ে সনাক্ত করেন।
২৬ বর্গ কিলোমিটার আয়তন বেষ্টিত পটুয়াখালী শহরে অবাধ যাতায়াত জেলার সদর উপজেলা সহ ৮ টি উপজেলার প্রায় কয়েক লক্ষাধিক মানুষের।
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, এখন শহরের প্রধান প্রধান সড়কগুলোতে সিসিটিভি ক্যামেরা আছে,সেখান থেকে সুবিধা দিচ্ছি যখন কোনোরকম শহরে ঝামেলা হয় চুরি হয় বা ফুটেজের দরকার হয় তখন আমরা যে গ্রাহক সেবা আছে সেটা আমাদের কাছে পুলিশের মাধ্যমে তারা আবেদন করলে আমরা ফুটেজ দেই সেখান থেকে অনেক সমস্যার সমাধান হয়েছে অলরেডি আমাদের পটুয়াখালীতে অনেক চোর ধরা পরেছে অনেক সমস্যার সমাধান হয়েছে।আরো কিছু ক্যামেরা স্থাপন করা যায় তাহলে পুরো শহরটা নিয়ন্ত্রণে চলে আসবে। বিদেশে সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত নেটওয়ার্কিং আছে আমি দেখেছি কানাডাতে এটা টিভির একটি ক্যাবলের সাথে যুক্ত থাকে কারো বাচ্চা যখন স্কুলে যায় তাহলে জুম করে দেখতে পারবে স্কুলে না যাওয়া পর্যন্ত, সে দেখতে পারবে তার বাচ্চাটা আসলে স্কুলে গেছে কি না , বা অন্যকোথায় গেছে সব দেখতে পারবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৫ ফেব্রুয়ারী ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post