মিরপুর মহিলা কলেজ বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
ড্রিম ভ্যালি পার্ক, লালপুর, নাটোর এ মিরপুর মহিলা কলেজ কর্তৃক আয়োজিত বনভোজনের ২০২৩ অনুষ্ঠিত হয়। অত্র কলেজের ছাত্রী, শিক্ষক, কর্মচারী- কর্মকর্তা সহ প্রায় দুই শতাধিক লোকের সমাগম হয়।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পার্কের নীল অপরাজিতা রিসোর্টে দিনব্যাপী ছাত্রী শিক্ষক কর্মকর্তারা আনন্দ উল্লাসে মেতে ওঠে। দেশের অন্যান্য এলাকা থেকেও প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আগমনে রিসোর্ট পরিপূর্ণ হয়ে ওঠে।
মিরপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাঃ মত্তুজা হোসেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আনোয়ারুল মজিদ, সহকারী অধ্যাপক জনাব মোঃ রেজাউর রহমান, সহকারী অধ্যাপক জনাব মোঃ আনোয়ার হোসেন সহ শিক্ষকমন্ডলী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।
বনভোজন শেষে রিসোর্টে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক জনাব মোঃ আব্বাস উদ্দিন, প্রভাষক জনাব রফিকুল ইসলাম রুবেল সংগীত পরিবেশন করেন এবং ছাত্রীরা নাচ, গান, কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান শেষে রাত আটটার দিকে সবাই কলেজে ফিরে এসে সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে যায়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ মার্চ ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post