মৌলভীবাজার প্রতিনিধি॥ ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরশন’ এ শ্লোগানকে সামনে নিয়ে মৌলভীবাজাওে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরন করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর আয়োজনে ও জেলা পলিসি ফোরাম, মৌলভীবাজার লেডিস ক্লাব সহ নারী সংগঠনের সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা ও দুস্থ ও গরীব মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় ।
সকাল ১০টায় এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগহ্জ সরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন মৌলভীবাজার নেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন। স্বাগত বক্তব্য মহিলা বিষয়ক অধিদফতর মৌলভীবাজারের উপ-পরিচালক শায়েদা আকতার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),প্রভাংশু সোম মহান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর হক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: শাহিনা আকতার, স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার উপ-পরিচালক মল্লিকা দে,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরিফ উদ্দিন,জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজারের চেয়ারম্যান রেজিয়া রহমান,জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব সহ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, লেডিস ক্লাবের সদস্যরা,এনজিও প্রতিনিধি,সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে দুস্থ নারীদেও মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয় ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post