সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মাস জুড়ে বিনা খরচে রোগী ও স্বজনদের খাবার ও চিকিৎসা পরামর্শ দেবে লালমনিরহাট শহরের নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার। এই ঘোষনায় প্রশংসায় ভাসছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম জানান, আরব দেশগুলোতে পবিত্র মাহে রমজান মাসে পেশা জীবি মানুষ তাদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে রোজাদার ব্যক্তির জন্য নানা ধরনের সেবা দিয়ে থাকে। সকল ধরণের পণ্য বিক্রিতে বিশেষ ছাড় বা সুবিধা দিয়ে থাকেন। বাংলাদেশে মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও ঘটে ঠিক উল্টো। রমজান এলে সব সেবা ও পণ্যের দাম বহুগুণ বেড়ে যায়। বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ে ছোঁয়ার কারণে ঊর্ধ্বমুখী বাজারের সব পণ্যের। রমজানের আগে এই বাজার দর আরো বেড়ে যাবান আশংকা রয়েছে। তাই রমজানের পবিত্রতা রক্ষায় তার ক্লিনিক ও ডাঢাগোনোসিস সেন্টার বিশেষ সুবিধা স্বরুপ চিকিৎসা সেবায় মূল্যছাড় ঘোষণা দিয়েছে। এতে প্রশংসায় ভাসছে জেলা শহরের বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার। রমজান মাসে ভর্তিকৃত রোগী ও স্বজনদের সাহরি ও ইফতারে খাবার পেতে বেশ সমস্যায় পড়তে হয়। শহরে এখনো রাতে সাহরির খাবারের বিক্রিয় কেন্দ্র গড়ে ওঠেনি। ভর্তিকৃত রোগী ও তার স্বজনদের সুবিধার্থে ইফতার ও সাহরি বিনামূল্যে ক্লিনিক হতে দেওয়া হবে। ক্লিনিকে নিজস্ব বাবুর্চি দিয়ে ঘরোয়া পরিবেশে রান্না করা খাবার। প্রতি রোগীর সঙ্গে তিনজন স্বজন ফ্রি খেতে পারবেন। এর জন্য বিল গুণতে হবে না। ভর্তিকৃত ছাড়া চিকিৎসককে দেখাতে আসা বহির্বিভাগের রোগী, স্বজন , গাড়ি চালক, রিকশা চালক, ভ্যান চালক, এ্যাম্বুলেন্স চালকদের ফ্রি ইফতার সামগ্রী দেয়া হবে।
এ ক্লিনিকে ভর্তিকৃত রোগীরা পুরো রমজান মাস জুড়ে কেবিন ও বেড ভাড়ায় পাবেন ৫০ শতাংশ ছাড়। প্রতি শনিবার ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফি ছাড়াই অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগী দেখবেন বিকিৎসক। এছাড়া গরিব ও অসহায় রোগীদের জন্য বিশেষ ছাড়ে অপারেশনের ব্যবস্থা ও চিকিৎসা সুবিধা থাকবে রমজান মাসে।
রমজান উপলক্ষে শহরে প্রথমবারের কোন প্রতিষ্ঠান এমন সেবা মূলক ঘোষণা দিয়েছেন। নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম জানান, ক্লিনিকে দৈনিক গড়ে ২৫/৩০ জন রোগী ভর্তি থাকেন। মূলত রমজানের পবিত্রতা রক্ষায় এবং রোজাদারদের সম্মানে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে প্রথম তাই এখান হতে অভিজ্ঞতা পরবর্তীতে কার্যকর সেবা দিতে পারব।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post