কুষ্টিয়ার জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়ার আয়োজনে গতাল বুধবার আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীদের সম্মান ও মর্যাদা নিশ্চিতে সকলের উচিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা। এই পরিবর্তন আমাদের পরিবার থেকে শুরু করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার রেইনা বলেন, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে। সমাজের প্রয়োজনেই নারীদের কার্যক্রমকে সহযোগিতা করার মানসিকতা তৈরি করতে হবে। সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার সভাপতি মো: রফিকুল আলম টুকু বলেন, আমাদের সংবিধানে নারী পুরুষের সমান অধিকার এর কথা বলা হয়েছে। নারীদেরকে বাদ দিয়ে কিংবা পিছিয়ে রাখার কোন সুযোগ নেই। অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু রাসেল বলেন, স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মান করতে হলে সকল স্তরে নারীদের অংশগ্রহন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, সনাক সহ-সভাপতি মিজানুর রহমান লাকী, দিশার সহকারী নির্বাহী পরিচালক এম.আর.ইসলাম, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: রায়হানুল ইসলামসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিকৃন্দ, সনাক, ইয়েস ও এসিজি গ্রুপের সদস্যবৃন্দ।
সকালে কালেক্টরেট চত্বরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। পরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ মার্চ ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post