গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন নিয়ে উত্তপ্ত এখন মিঠাগঞ্জ ইউনিয়ন।
শুক্রবার ইসি কর্মকর্তা মিঠাগঞ্জ ইউনিয়নে ১০ মার্চ সকালে হাতপাখা ও নৌকা কর্মী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় অন্তত: ২০ জন আহত হওয়ায় নৌকা ও হাতপাখা প্রতীকের দু’চেয়ারম্যান প্রার্থীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
নির্বাচনী আচরণ বিধি মালা লংঘনের দায়ে কেন তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে না আগামী ২৪ ঘন্টার মধ্যে তা তাদেরকে জানাতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘থানায় দুই পক্ষ অভিযোগ দায়ের করলেও নৌকার প্রার্থীর অভিযোগটি রেকর্ড হয়েছে। কারন তাদের কিছু কর্মী জখম হয়েছে এবং হাসপাতালে রয়েছে। পাখা প্রতিকের প্রার্থী যে অভিযোগ দিয়েছে সেটি তদন্তাধীণ রয়েছে। তারা শুধু মামলার এজাহারভূক্ত আসামীদেরই গ্রেফতার করছেন বলে জানান তিনি।’
কলাপাড়া নির্বাচন অফিসার আব্দুর রশিদ বলেন, ‘মিঠাগঞ্জের দু’প্রার্থী কড়া হুঁশিয়ারি উচ্চারণের পর ২৪ ঘন্টা সময়ের মধ্যেই আজ শনিবার তারা জবাব দাখিল করেছেন। তবে তাদের জবাব সন্তোষ জনক না হওয়ায় পুনরায় তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post