শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ময়লাপোতায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ মার্চ) দুপুরে নগরীর ময়লাপোতা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। এ খবর প্রকাশের আগে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা
সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, দুপুর ২ টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক রাস্তা পার হচ্ছিল। এসময় রয়েলমোড় থেকে ছেড়ে আসা
একটি পরিবহন অজ্ঞাত পরিচয় ওই যুবককে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়লে পরিবহনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে মৃত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহত যুবকের পরনে টিয়া রংয়ের শার্ট ও হালকা কালারের জিন্স প্যান্ট ছিল বলেও জানিয়েছেন তিনি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post