দেশের প্রতিটি জেলা উপজেলায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মানাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সাথে একযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দৌলতপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা, সাবেক এমপি আলহাজ¦ রেজাউল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহিদুল ইসলাম, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মজিবুর রহমান, দৌলতপুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,ইসলামিক ফাউন্ডেশন দৌলতপুর উপজেলা ফিল্ড সুপার ভাইজার জয়নুল আবেদিনসহ স্থানীয় সুধীজন ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৬ মার্চ ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post