ঝাউদিয়া পল্লি চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে জনাব এজাজুর রহমান চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় ১৯ মার্চ রবিবার দিনব্যাপী কুষ্টিয়া জেলার ইবি থানাধীন ঝাউদিয়া ফুটবল মাঠ প্রাঙ্গনে ঝাউদিয়া এলাকার আইন-শৃংখলা উন্নয়ন কল্পে “শান্তি” বিষয়ক ১ দিনের কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় এবং বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, কুষ্টিয়া জেলা শাখা, কুষ্টিয়া, জনাব আ. স. ম. আক্তারুজ্জামান মাসুম, বিজ্ঞ পিপি, কুষ্টিয়া জেলা জজ কোর্ট ও সভাপতি সদর উপজেলা আওয়ামীলীগ, জনাব শ্রী উৎপল কুমার সেনগুপ্ত, সভাপতি, পল্লি চিকিৎসক কল্যাণ সমিতি, কুষ্টিয়া জেলা, জনাব মীর আবু আজম সিদ্দিকি, সাধারণ সম্পাদক, পল্লি চিকিৎসক কল্যাণ সমিতি, কুষ্টিয়া জেলা, জনাব হাসিবুর রহমান, সভাপতি, পল্লি চিকিৎসক কল্যাণ সমিতি, ঝাউদিয়া, কুষ্টিয়া।
এসময় প্রধান অতিথি মহোদয় তার আলোচনায়, অন্তরায়ে সংঘাত – ফলশ্রুতিতে মানুষ কিভাবে কতটা ক্ষতিগ্রস্থ হয় এবং তার প্রতিকারের উপায় সংক্রান্তে বিস্তারিত বর্ণণাসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৯ মার্চ ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post