শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় এডিপি’র অর্থায়নে ২০২১-২২ অর্থবছরে নারী উন্নয়ন ফোরামের ৩২ জন সদস্যদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থ-সামাজিকভাবে সাবলম্বী করার প্রয়াসে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ৩২ জন নারীর মাঝে বিনামূল্যে উক্ত সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
এসময় প্যানেল উপজেলা চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি লিপিকা ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, ফোরামের সদস্য সচিব ও ইউপি সদস্য মেরি রাণী সরকার,
কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য এস্নেয়ারা খাতুন, সি এ কৃষ্ণপদ মন্ডলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post