কুষ্টিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন কালপুরুষ (KALPURUSH) Kalpurush’s Action for Local Poor and Unprivileged Reformation, an Unique Sustainable Help এর আওতাভুক্ত সাংস্কৃতিক সংগঠন কুষ্টিয়া ফিল্ম সোসাইটি, সামাজিক সংগঠন কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ, ক্রীড়া সংগঠন গড়াই ক্রীড়া সংসদের যৌথ আয়োজনে ডিসি কোর্ট চত্ত্বর বঙ্গবন্ধুর ভাষ্কর্য বেদীতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।
ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালপুরুষ প্রজেক্ট সিন্ডিকেটের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী কোরবান শেখ হিল্লোল, নির্বাহী সদস্য ও স্যানিটারি মেকানিক মিলন আহমেদ, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক সৌরভ শাহরিয়ার, গড়াই ক্রীড়া সংসদের প্রস্তাবিত কমিটির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যান্ড শিল্পী রকিবুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সিদ্দিকী মৌসুম, দপ্তর সম্পাদক নাদিমুজ্জামান তনু, কোষাধ্যক্ষ রবিন মাহমুদ, যুগ্ম সচিব সাদ্দাম হোসেন, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাধারন সদস্য ও সাংবাদিক রাব্বী হোসেন শশী।
উল্লেখ্য, কালপুরুষ কুষ্টিয়া যুব সমাজের উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া উদ্যোগের পৃষ্ঠপোষক। করোনার সময় জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক হিসেবে ব্যাপক দায়িত্ব পালন করে। এ জন্য ২০২২ সালের এপ্রিলে নেপালে অনুষ্ঠিত সার্ক কালচারাল সামিটে “সার্ক ব্রিলিয়্যান্স এওয়ার্ড” ও সেপ্টেম্বরে কলকাতার বেদিক ভিলেজ এন্ড স্পা রিসোর্টে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে “ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এওয়ার্ড” অর্জন করে।
এবি// দৈনিক দেশতথ্য //মার্চ ২৭,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post