কুষ্টিয়া সদর উপজেলার হরিশংকরপুর এলাকায় স্বামীর বটির কোপে স্ত্রী শিউলী খাতুন (৩০) হত্যার অভিযোগে নিহতের স্বামী মন্টু মন্ডলকে আটক করে পুলিশে সৌপর্দ করেছে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি শাহাদত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সকালের দিকে শহরের হরিশংকরপুর মকছেদ শাহ লেনের বাড়িতে পারিবারিক কলহের জেরে স্বামী মন্টু মন্ডললের সাথে নিহত শিউলীর কথা কাটাকাটি ও ঝগড়া হয়।
একপর্যায়ে স্বামী ক্ষিপ্ত হয়ে রান্না ঘর থেকে বটি এনে স্ত্রী শিউলীকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্ত ক্ষরণে শিউলীর মৃত্যু হয়। পরে স্থানীয় টের পেয়ে স্ত্রী হত্যায় জড়িত সন্দেহে মন্টু মন্ডলকে আটক করে পুলিশকে খবর দেয়।
বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধু হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং জড়িত সন্দেহে নিহতের স্বামী মন্টুকে আটক করেছে পুলিশ। তবে হত্যার কারণ সম্পর্কে পারিবারিক কলহ ছাড়াও আরও কোন বিষয় আছে কিনা তার খতিয়ে দেখছে পুলিশ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ এপ্রিল ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post