কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ০১ জন আসামি গ্রেফতার করা হয়েছে ।
৭ এপ্রিল শুক্রবার দুপুর ৩টায় কুষ্টিয়া জেলার মিরপুর নওদা বহালবাড়ীয়া গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ০৭ এপ্রিল ২০২৩ ইং তারিখ দুপুর ০৩:২০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন নওদা বহালবাড়ীয়া গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার সদর থানার মামলা নং-৩, তারিখ ০১ এপ্রিল ২০১৭, ধারা-অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (৪৯), পিতা-মৃত হাজী ইয়ার উদ্দিন মন্ডল, সাং-মোশারফপুর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ এপ্রিল ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post