শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে
আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
রোববার (০৯ এপ্রিল) সকালেআওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন উক্ত মনোনয়ন
ফরম সংগ্রহ করেন। বিকেলে ফরম খুলনায় পাঠানো হয়। আগামীকাল সোম অথবা মঙ্গলবার উক্ত ফরম জমা দেওয়া হবে।
রোববার সকালে গাজীপুর, বরিশাল, খুলনা, সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশন
ও পাঁচ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিককার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনসহ বরিশালের কয়েকজন প্রার্থীর পক্ষে অন্যান্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুরসিটি কর্পোরেশন, ১২ জুন বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশন এবং ২১ জুনসিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post