বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে ছয় পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
সোমবার (১০ এপ্রিল) রাতে স্বর্নের এ চালানটি আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানায়, জানা যায়,বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে একটি সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহলদল সাদিপুর সীমান্তের পোতার পোস্ট এলাকায় গোপন অবস্থান নেয়। কিছু সময় পর একজন ব্যক্তিকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা তাকে ডাক দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ মূহুর্তে তার সাথে থাকা একটি ব্যাগ পড়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৬৯৯ গ্রাম। এবং বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্নের বার যশোর ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post