শেখ নদীর শাহ্,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস’র অসামাজিক কার্যকলাপের ভিডিও ফাঁস হওয়ার পর থেকে তাকে নিয়ে সমালোচনার পাশাপাশি অপসারণসহ শাস্তির দাবিতে ক্রমশ উত্তপ্ত হচ্ছে সেখানকার জনপদ।
ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদনের পর গত শুক্রবার পাইকগাছা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সর্বশেষ বুধবার (১২এপ্রিল) বেলা ১১ টায় খুলনা জেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন লতা ইউনিয়নের সচেতন জনগণ।
এর আগে, সম্প্রতি কজল কান্তি বিশ্বাস এক তরুণীর সাথে অসমাজিক কার্যকলাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এলাকার অধিকাংশ মানুষের মোবাইলে ছড়িয়ে পড়েছে ভিডিও চিত্রটি। এরপর থেকে থেকে জোরদার হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম।
সর্বশেষ দলীয় মনোনয়নে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ও কূ-রুচীপূর্ণ অসামাজিক কার্যকলাপের ভিডিও চিত্র ছড়িয়ে পড়ায় তাকে চেয়ারম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ থেকে
অপসারণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এমনকি দল ও দলের বাইরে থেকেওমবিষয়টি সর্বোচ্চ সমালোচিত হচ্ছে। এরপর গত সোমবার (৩ এপ্রিল) দুপুরে তাকে অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষরিত
একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দেওয়া হয়। ৪ এপ্রিল বহিষ্কারসহ শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ, ৭ এপ্রিল পাইকগাছা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সর্বশেষ ১২ এপ্রিল খুলনা জেলা পরিষদের
সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী তাকে বিরুদ্ধাচারণ করে আন্দোলন দীর্ঘ মেয়াদীর বিষয়টিকে জানান দিচ্ছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী হাওলাদারের সভাপতিত্বেমানববন্ধনে এদিন বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ও সাংবাদিক কৃষ্ণ রায়,২ নং ওয়ার্ডের সাবেক সদস্য দেবাশীষ রায়, ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য মীর
ইব্রাহিম খলিল পরান, প্রভাষক বিষ্ণু পদ মন্ডল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগেরসাধারন সম্পাদক দিপক রায়, যুবনেতা মনোতোষ মন্ডল, সুব্রত তরফদার, চন্দন
রায়, সুশান্ত দফাদার, সরোত্তম সরকার, মনোজ মন্ডল, সাগর রায়, কুমারেশ
সরকার, সমির সরকার, চিন্ময় মন্ডল, সজিব মন্ডল, তন্ময় ঢালী, সজিব রায়,
ক্লিনটন বিশ্বাসসহ অন্যান্যরা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post